জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। কেউ পাথর ছুড়লেও আমি তার দিকে ফুল দিয়ে বুকে টেনে নেব।”
শনিবার (২৮ জুন) কুমিল্লার দেবিদ্বারে ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় তিনি ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ভোটের দাবির পাশাপাশি বিচার ও সংস্কারের দাবিতে একসাথে টাইমলাইন দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আল্লাহ যাকে সম্মান দেন, তাকে কেউ নিচে নামাতে পারে না। আমাদের সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে।”
দেবিদ্বারের প্রতি নিজের নিবেদন তুলে ধরে তিনি বলেন, “আমি দেবিদ্বারে ভেসে আসিনি, এখানে আমার জন্ম।”
সভায় আরও বক্তব্য রাখেন প্রকৌশলী নোমান সরকার, নাজমুল হাসান নাহিদ, কামাল উদ্দিন ভূঁইয়া, শামীম কাওসারসহ স্থানীয় নেতৃবৃন্দ।