ইউ এইস সুমা, দুমকি (পটুয়াখালী) থেকেঃ পটুয়াখালী জেলার দুমকি উপজেলাতে বিডি ক্লিন টিমের সদস্যদের উদ্যেগে শুক্রবার ১৩ই নভেম্বর ৮ তম ইভেন্টে পরিছন্ন হলো পবিপ্রবির প্রথম গেট হতে নতুন বাজার পর্যন্ত।
ইভেন্টের শুরুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে শপথ বাক্য পাঠ করানো হয়, এবং ইভেন্ট শেষে জয়বাংলা চত্বরে সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এবং মহামারী করোনা ভাইরাসের জন্য মুখে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রেখে ইভেন্ট সম্পূর্ণ হয়।
৮ম ইভেন্টে তারা দুমকি উপজেলার বিভিন্ন স্থান পরিছন্ন করার পর্যায়ক্রম আলোচনা করেন।
ইতোমধ্যে তারা দুমকি উপজেলার বিভিন্ন স্থান ( জয়বাংলা চত্বর, প্রশাসনিক ভবন, দুমকি স্বাস্হ্য কমপ্লেক্স, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শের এ বাংলা হল, হলপট্টি) পরিছন্ন করেছেন।
এ সময় সদস্যরা আরো জানান যে,
আজকে বিডি ক্লিন দুমকি উপজেলা টিমের ৮ম ইভেন্ট সম্পূর্ণ হয়েছে। ২০২১ সালের মধ্যে পরিছন্ন বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে নিয়ে সর্বদা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন পরিচ্ছন্নতার শপথ নিয়েই বিডি ক্লিন দুমকি পরিষ্কার পরিচ্ছন্নতার রোল মডেল হিসেবে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা তুলে ধরবো দেশের মানচিত্রে।
বাঙালি এর আগে একটা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতো এখন স্বাধীন বাংলাদেশে থেকে একটা পরিছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখে। এবং সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে দেশেকে বিশ্বমানচিত্র পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে।
এএসবিডি/আরএইচএস