দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না—এটা এখন জাতীয় ঐকমত্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
তিনি জানান, “এটি বিএনপির দীর্ঘদিনের প্রস্তাব, আমরা ৮ বছর আগেই ভিশন ২০৩০-এ এ কথা বলেছি। এখন যারা সংস্কারের কথা বলছেন, তারাও এই প্রস্তাব সমর্থন করছেন।”
আমীর খসরু বলেন, “মাইকেল মিলারের সঙ্গে আলোচনায় নির্বাচন, শ্রমিক অধিকার, বিচার বিভাগের স্বচ্ছতা এবং একটি কার্যকর পার্লামেন্ট নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনের পর একটি নির্বাচিত সরকার গঠনের প্রত্যাশায় রয়েছে।”
সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।