পরে তার দেহ তল্লাশি করে ৫১৭.৮৫মিলি গ্রাম ওজনের ৬ টি স্বর্ণের বার জব্দ করে বিজিবি। এছাড়াও বাংলাদেশি নগদ ১৩ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে পরিবহন ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
নারী চোরাচালানি নাসরিন সদর উপজেলার ভোমরা মোঃ ইমাম হোসেনের স্ত্রী। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক দাম ছিয়াত্তর লাখ চুয়াত্তর হাজার পাঁচশত টাকা।
উদ্ধারকৃত স্বর্ণের বার ও নগদ টাকা কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।