মাদারীপুরের রাজৈরে ইতালি প্রবাসী হালিম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও গ্রামবাসী তার শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে। বুধবার (২৫ জুন) সকালে বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামে সোমেদ চৌকিদারের বাড়িতে এ অগ্নিসংযোগ হয়। এতে রান্নাঘর, ধান রাখার ঘর ও একটি চার রুমের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
সোমবার রাতে স্ত্রীর বাড়িতে ডেকে নিয়ে হালিমকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরদিন মরদেহ রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে পালায় স্ত্রী রেশমা ও তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, ৬০ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলার পরও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। পালিয়ে রয়েছে অভিযুক্ত পরিবার।
পুলিশ জানিয়েছে, এলাকায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে যাতে আর কোনো সহিংসতা না ঘটে।