সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে নির্মিত পর্যটন হাউসবোট ‘রাজহংস’ দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মমিনুল হক বেনুর বিরুদ্ধে। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।
হাউসবোটটির মালিক দীপংকর চৌধুরী জানান, তিনি টাঙ্গাইলের বাসিন্দা এবং পর্যটন ব্যবসার অংশ হিসেবে ‘রাজহংস’ নির্মাণ করেন। তার অভিযোগ, বেনু দীর্ঘদিন ধরে নানা কৌশলে বোটটি দখলের চেষ্টা করছিলেন। সম্প্রতি থানার ওসির নাম ব্যবহার করে কৌশলে কেয়ারটেকার ফুল মিয়াকে থানায় ডেকে এনে বেনুর লোকজন বোট বুঝে নেওয়ার জন্য চাপ দেয়। পরদিন জোরপূর্বক বোটটি দখল করে নেয়া হয় এবং নাম পরিবর্তন করে পরিচালনা করা হচ্ছে বলে দীপংকর দাবি করেন। বর্তমানে তিনি নিরাপত্তার আশঙ্কায় মধ্যনগরে যেতে পারছেন না।
অন্যদিকে বেনু দাবি করেন, দীপংকর স্থানীয়দের কাছ থেকে ধার করে টাকা পরিশোধ না করায়, তিনি ১০ লাখ টাকা পরিশোধ করে বোটটির নিয়ন্ত্রণে নেন। বেনুর ভাষায়, “দীপংকর নিজেই আমাকে নৌকাটি বুঝিয়ে দিয়েছেন।”
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, এটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধ। তবে কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
ঘটনাটি স্থানীয় রাজনীতি, ব্যবসা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।