রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন

নবীনগরে স্বাস্থ্যসহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত কর্মসূচিতে উপজেলার স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রকিব উদ্দিন খাঁন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোবারক ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মহিলা সম্পাদিকা শরিফা বেগম এবং সহ-মহিলা সম্পাদিকা ফারজানা সুমি।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা রাষ্ট্রীয় অবহেলার শিকার। সরকার একাধিকবার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তাদের পদমর্যাদা, গ্রেড ও পদোন্নতির বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। বর্তমান শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের ১৪তম গ্রেড প্রদানের কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। একইভাবে ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে প্রাপ্ত টেকনিক্যাল মর্যাদায় ১১তম গ্রেডে উন্নীত করার দাবিও উপেক্ষিত হচ্ছে।

তারা আরও বলেন, পদায়ন কেন্দ্রের ধারাবাহিকতা অনুযায়ী উচ্চতর গ্রেড নিশ্চিত করা, পূর্ব নিয়োগবিধি অনুযায়ী নিয়োজিত কর্মীদের অভিজ্ঞতার মূল্যায়ন করে স্বাস্থ্য পরিদর্শক বা সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে অগ্রাধিকারভিত্তিক পদোন্নতি দেওয়া, এবং সমমর্যাদার অন্যান্য পদের সঙ্গে বেতন বৈষম্য দূর করার বিষয়গুলো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। এছাড়াও, পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী স্বাস্থ্য সহকারীদের ১১তম গ্রেডে সমন্বয়ের দাবি তোলা হয়।

তাঁরা বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মূল কারিগর স্বাস্থ্য সহকারীরা হলেও বছরের পর বছর ধরে তাদের ন্যায্য অধিকার উপেক্ষিত থেকে যাচ্ছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে ছয় দফা দাবি বাস্তবায়ন করে একটি সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, নবীনগর উপজেলা শাখা আয়োজিত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102