সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে আয় করার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে চীনা নাগরিকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মা ফিউবিন, মো. আসাদুজ্জামান, মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার ও মো. মিজানুর রহমান।
আজ বিকেলে গাজীপুর মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম এসব কথা জানান।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চীনা নাগরিক মা ফিউবিন বাংলাদেশি সহযোগী আসামিদের ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে বিপুল পরিমাণ আত্মসাৎ করা টাকা তাঁদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। গ্রেপ্তার ব্যক্তিরা ফেসবুকে ঘরে বসে আয় করার আকর্ষণীয় বিজ্ঞাপন দিতেন। এসব বিজ্ঞাপন দেখে লোকজন তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা চাইতেন। টাকা দেওয়ার পর তাঁদের আর খোঁজ পাওয়া যেত না। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জিএমপির একটি থানায় নিয়মিত মামলা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম, ডিসি (উত্তর) রেজাউর রহমান, ডিসি (দক্ষিণ) অশোক কুমার পাল, সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন প্রমুখ।