নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (২৪ জুন) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। কাঁচপুর এলাকায় সড়কে অবস্থান নিলে মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, তাদের বকেয়া বেতন আজকের মধ্যে পরিশোধ করতে হবে। নোটিশ ছাড়া ছাঁটাই বা ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মিল বন্ধের হুমকি দেওয়া হলে তারা আবারও আন্দোলনে নামবেন।
কারখানার উপমহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে এবং আন্দোলন প্রত্যাহার হয়েছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ বলেন, মালিকপক্ষের প্রতিশ্রুতিতে শ্রমিকরা অবরোধ তুলে নেয়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।