জাতীয় ফুল শাপলা কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। সোমবার (২৩ জুন) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
নাছির বলেন, “জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত শাপলা কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার অনুচিত। এটি জাতীয় পরিচয়ের অংশ, কোনো দলের নয়।”
এসময় ছাত্রশিবিরকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, “৫ আগস্টের পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গণতান্ত্রিক পরিবেশ নস্যাৎ করে ছাত্র রাজনীতি বন্ধের চেষ্টা হয়েছে। এখন তারা গুপ্ত সংগঠনে পরিণত হয়েছে।”
প্রসঙ্গত, রোববার (২২ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে। আবেদনপত্র জমা দেন এনসিপির নেতারা, যার মধ্যে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন ও সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।