মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতা ::
উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর এর আহবানে ফ্রান্স সরকারের পৃষ্টপোষকতায় বিশ্বনবী মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিএ প্রদশনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকাল ২ ঘটিকায় উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর এর আহবানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । উলামা ঐক্য পরিষদ জগন্নাথপুর এর সভাপতি সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মোনাইম , মাও: হাসমত উল্লাহ খান এর যৌথ পরিচালনায় ভিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, মাওলানা সায়েক এমদাদ উল্লাহ, মাও: বাহা উদ্দিন , মাও: আবু নছর , মাও: তাহির আহমদ, হাফিজ মাহমুদুল হাসান, হাফিজ মাও: মতিউর রহমান, মাও: সাইফুর রহমান সাজাওর প্রমূখ।
ভিক্ষুব মিছিলে বক্তারা ফ্রান্সে মহানবী সাঃ আঃ- এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় এবং ইসলামের উপর আঘাত আনার জন্য ফ্রান্স সরকারকে ক্ষমা চাওয়ার কথা জানান। এবং ফ্রান্সের সকল পন্য বর্নের জন্য সরকারের প্রতি আহবান জানান ।