বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে বলল হেফাজত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫

ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ জুন) হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।

বিবৃতিতে চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, ‘ইসরায়েল আজ শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানবতা ধ্বংসকারী এক দানব রূপে আবির্ভূত হয়েছে। এই অবৈধ রাষ্ট্রের আগ্রাসন এবং গণহত্যা বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি।’

হেফাজতের নেতারা বলেন, ‘মুসলিম বিশ্ব আর নীরব থাকতে পারে না। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। তবে এ যুদ্ধ কেবল অস্ত্রের নয়— এটি হবে জ্ঞান, কৌশল এবং ঐক্যের লড়াই। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের অগ্রগতি সময়ের দাবি হয়ে উঠেছে।’

নেতারা অভিযোগ করেন, বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন ও যুদ্ধাপরাধে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে। বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলকে শক্তিশালী করেছে তারা। এ প্রক্রিয়ায় যুক্ত রয়েছে জার্মানি ও ইউরোপেরও কিছু প্রভাবশালী দেশ।

‘ফিলিস্তিনে যখন গণহত্যা হয়, তখন মানবতার ধ্বজাধারীরা নীরব থাকে। অথচ ইসরায়েল প্রতিরোধের মুখে পড়লেই তারা তড়িঘড়ি করে কথা বলা শুরু করে। এতে প্রমাণিত হয়, এরা কখনোই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং বারবার যুদ্ধই উসকে দিয়েছে,’ বলেন হেফাজতের নেতারা।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানকে যুদ্ধে জড়িয়ে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোকে দুর্বল করার ষড়যন্ত্র চলছে। মূলত ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে আধুনিক রূপে আরেকটি ক্রুসেড শুরু হয়েছে। ইনশাআল্লাহ, ইসরায়েলের পতনের সঙ্গে সঙ্গে আমেরিকা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতনও অনিবার্য হয়ে উঠবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102