মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশআওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে যুবলীগ বিভিন্ন কর্মসুচী পালন করেছে। ১১ নভেম্বর বুধবার প্রতিষ্ঠা বার্ষিকর্ীতে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজুলল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ও জাতীয় এবং দলী পতাকা উত্তোলন করা হয়েছে। রাতে প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে শুভ সুচনা করা হয়। এ ছাড়া বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি মোঃ রাশেদ পারভেজ, সাধারন সম্পাক মোঃ আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি মোঃ আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক মো সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকসহ যুবলীগের নেতৃবৃন্দরা।
এ সময় যুবলীগের সভাপতি বলেন, যুবকরাই দেশ গঠনের প্রথম হাতিয়ার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধিকার আন্দোলন যুবকদের দিয়ে শুরু করেছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে এ যুদ্ধ এখনো থামেনি। এ দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে যুবলীগ আমৃত্যু যুদ্ধ চালিয়ে যাবে।