রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :

বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন,মহাপরিচালকের সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচারণ

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন। শনিবার (২১ জুন) বেলা ৩টার দিকে তিনি রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকা থেকে বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।

মহাপরিচালকের বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি স্টেশনের সার্বিক অবস্থা, যাত্রী সেবার মান এবং স্টেশন ও ওয়ার্কশপের কার্যক্রম খতিয়ে দেখেন। যাত্রীদের সুবিধার্থে টিকেট কাউন্টার, ওয়েটিং রুম, প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থাপনার অবস্থা পর্যবেক্ষন করে। তিনি স্টেশনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা এবং যাত্রী সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
তবে, বেনাপোল রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্টেশন পরিদর্শনের সময় ফটো সাংবাদিকরা তাঁর কাছে যাওয়ার চেষ্টা করলে তিনি তাদের এড়িয়ে চলে যান এবং অজ্ঞাত কারণে কোনও প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানান তিনি।

স্থানীয়রা বলেন, বেনাপোল রেলওয়ে স্টেশন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বেনাপোল রেল স্টেশন পরিদর্শনে সাংবাদিকদের সাথে মহাপরিচালকের অসহযোগিতা কাম্য নয়.

আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন যা ভারতের সাথে রেল যোগাযোগের প্রধান প্রবেশ পথ হিসেবে বিবেচিত। তাঁরা বলেন, জনগুরুত্বপূর্ণ এ স্টেশনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণের জানার অধিকার আছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, তাঁরা মহাপরিচালকের কাছে রেল স্টেশনের উন্নয়ন পরিকল্পনা, যাত্রী সেবার মান, বেনাপোল রেলওয়ের জন্য নতুন অধিগ্রহণভুক্ত জমির পরিমাণ, স্থান ও আর্থিক বরাদ্ধ, নতুন রেল লাইন সংযোগ ও দূরত্ব, ভারত-বাংলাদেশ মৈত্রী ও বাণিজ্যিক রেল চলাচল এবং সীমান্ত এলাকায় রেল যোগাযোগের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু মহাপরিচালক সাংবাদিকদের সাথে কথা বলার কোন সুযোগ না দিয়ে নিজের দলবল নিয়ে বেনাপোল রেল স্টেশন এলাকা ঘুরে চলে যান।

মহাপরিচালক স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে কোনও প্রেস ব্রিফিং না করেই স্থান ত্যাগ করেন। এতে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। “একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার এমন আচরণ খুবই দুঃখজনক। গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে তাঁর এ ধরনের অসহযোগিতামূলক আচরণ কাম্য নয়।”

মহাপরিচালকের বেনাপোল স্টেশন পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের একান্ত সচিব, প্রধান প্রকৌশলী (পশ্চিম), ডিজিএম (ঢাকা), ডিজিএম (পার্সনাল), সিওপিএস (পশ্চিম), সিসিএস (পশ্চিম) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102