যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবলু কুমার সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) দুপুরে নিজ গ্রাম নারিকেলবাড়ীয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান।
পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচির সময় বাঘারপাড়ায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার প্রায় ১০ মাস পর ওই বছরের ডিসেম্বর মাসে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় বাবলু কুমার সাহাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, একই মামলায় গত ৯ মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুনজুর রশিদ স্বপনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। তিনি বর্তমানে জেলহাজতে রয়েছেন।
মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিলু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী ভোলা।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত চেয়ারম্যান বাবলুকে শুক্রবার আদালতে উপস্থাপন করলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।