বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন

ধর্ষণের মত অপরাধ যারা করবে তাদের রেহাই নেই” – মোংলায় পুলিশ সুপার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

তহিদুল ইসলাম সানি, মোংলা সংবাদদাতা:

বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেছেন, অভিভাবকদের অসচেতনতার কারনে ধর্ষণের মত ঘটনা ঘটছে। অভিভাবকের উচিৎ তাদের সন্তানের প্রতি খেয়াল রাখা। আপনার সন্তান কোথায় কি করছে তা খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার। সন্তানদের বিষয়ে অভিভাবকদের

 

আরো দায়িত্বশীল হওয়া উচিত।

মাননীয় প্রধানমন্ত্রী আইন বলেছেন যে লোক ধর্ষণ করবে তার শাস্তি মৃত্যুদন্ড করার আইন করা হয়েছে। সুতরাং ধর্ষণের মত অপরাধ যারা করবে তাদের কোন রেহাই নাই। ধর্ষণের শাস্তি সম্পর্কে সবাইকে সচেতন করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি।

মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় মাকোড়ডোন সাইক্লোন শেল্টার চত্বরে থানা পুলিশের আয়োজনে নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারি সিনিয়র এএসপি মোঃআসিফ ইকবাল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, মোংলা সরকারি কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমি প্রমূখ।

 

পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় আরো বলেন, একটি এলাকা বা একটি দেশের উন্নতি নির্ভর করে মূলক আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর। মোংলা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেই এখানে অনেক উন্নয়নমূখী মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) তুহিন মন্ডল, সেকেন্ড অফিসার জাহাঙ্গীর আলম,এসআই বিশ্বজিৎ মূখার্জী, এসআই দেবব্রত, এএসআই সাঈদ মোল্লা প্রমূখ

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102