নিজস্ব প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম খান শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার কারনে ইউনিয়ন যুবলীগের কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছে এ কারনে আবুল কালাম খানকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে । এ অবস্থায় নওমালা ইউনিয়ন যুবলীগকে গতিশীল করতে বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ ও সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা স্বাক্ষরিত এক চিঠিতে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিলেন নওমালা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ব্যবসায়ী আবুল কালাম খানকে।
মঙ্গলবার উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবন উপজেলা যুবলীগের মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় ও চিঠি প্রকাশ করেন নতুন ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম খান।
ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম খান বলেন- আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে সকলে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আমি ইউনিয়নের সকলের সহযোগিতা চাই।