নগরের একটি গেস্ট হাউসে সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে তল্লাশি ও তার ভিডিও করে সামাজিক মাধ্যমে প্রকাশের ঘটনায় হান্নান রহিম তালুকদার (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাতে কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হান্নান রহিম আনোয়ারা উপজেলার পরৈকোরা ইউনিয়নের হাজী মফজল আহমদের ছেলে, বর্তমানে চান্দগাঁও এলাকায় বসবাস করছেন।
জানা যায়, গত ১৪ জুন গ্রেপ্তার হান্নানের ফেসবুক আইডি থেকে একটি ১৫ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও প্রচারিত ভিডিওতে দেখা যায়, ক্যামেরা ও মাইক্রোফোন হাতে তিনি চান্দগাঁও এলাকার একটি গেস্ট হাউসের কক্ষে কক্ষে গিয়ে অতিথিদের পরিচয় জানতে চান।
এমনকি এক দম্পতির কাছে বিয়ের প্রমাণও দাবি করেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।
অনেকেই দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
হান্নান নিজেকে একটি সংবাদপত্রের সম্পাদক ও একটি অনলাইনের চেয়ারম্যান দাবি করলেও এসব প্রতিষ্ঠানের আইনি বৈধতা নেই।
এদিকে চান্দগাঁও থানা সূত্রে জানা যায়, কথিত সাংবাদিক হান্নান রহিম তালুকদার এর বিরুদ্ধে আনোয়ারা থানায় দুইটি এবং চান্দগাঁও থানায় একটি মামলা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জানান, সাংবাদিক পরিচয়ে এ ধরনের তল্লাশি বেআইনি। গ্রেপ্তার হান্নানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।