শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

অক্টোবরে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। চলতি বছর ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। তবে আয়োজক ভারত হলেও হাইব্রিড মডেলে আওতায় পাকিস্তান নিজেদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে।

এই টুর্নামেন্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী ৫ অক্টোবর কলম্বোতে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এই দ্বৈরথ। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকনইফোর এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে।

সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারত নিজেদের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে। এদিকে ভারতে অনুষ্ঠিত নারী বিশ্বকাপ ক্রিকেটে নিরপেক্ষ ভেন্যুর জন্য আবেদন করেছিল পাকিস্তান। আইসিসি সেই দাবি পূরণ করেছে। আসন্ন বিশ্বকাপের মূল আয়োজক ভারতের সঙ্গে থাকছে শ্রীলঙ্কাও।

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের ম্যাচগুলো হবে ৫ ভেন্যুতে। যার চারটি ভারতে। অন্যটি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম। টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ৮টি দল অংশ নেবে এবং ২৮টি লিগ ম্যাচ অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন ফরম্যাটে।

পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে কলম্বোতে, বিসিসিআই ও পিসিবির মধ্যে হওয়া হাইব্রিড চুক্তি অনুযায়ী। তারা ২ অক্টোবর বাংলাদেশের, ১৫ অক্টোবর ইংল্যান্ডের, ১৮ অক্টোবর নিউজিল্যান্ডের, ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার এবং ২৪ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

টুর্নামেন্টে ২৮টি লিগ ম্যাচ এবং তিনটি নকআউট ম্যাচ থাকবে, যেগুলো বেঙ্গালুরু, ইন্দোর, গুয়াহাটি, বিশাখাপত্তনম ও কলম্বোতে অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটি বা কলম্বোতে হবে –এটি নির্ভর করবে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ওপর। দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে ৩০ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর, ভেন্যু নির্ধারিত হয়েছে বেঙ্গালুরু বা কলম্বোর মধ্যে যেকোনো একটি।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে। বাকি দুই জায়গা পূরণ হয়েছে বাছাই পর্বের মাধ্যমে।

পাকিস্তান ও বাংলাদেশ, যারা চলতি বছরের শুরুতে লাহোরে অনুষ্ঠিত বাছাইপর্বে উত্তীর্ণ হয়। এবারে আসরে উইন্ডিজ অংশ নিতে পারছে না, তারা নেট রানরেটে বাংলাদেশের কাছে পিছিয়ে পড়ে ছিটকে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102