চলন্ত বাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চালককে আটক করেছে পুলিশ। রোববার রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে একটি আন্তঃজেলা পরিবহন বাসে। নির্যাতিত কলেজছাত্রী যাত্রাপথে একা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বাসটি নির্দিষ্ট গন্তব্যে না গিয়ে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই চালকসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভোররাতে গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে একটি সড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাসচালককে আটক করেছে। ধর্ষণে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। মানবাধিকার কর্মীরা দ্রুত বিচার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলেছে, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।