মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন

যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পিকুল ও পরিবারের স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
যশোর জেলা পরিষদে দায়িত্বে থাকাকালে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের মামলায় যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাইফুজ্জামান পিকুল, তার পরিবারের স্ত্রী শেফালী জামান, তার দুই ছেলে তানজীব নওশাদ পল্লব ও তানভীর নওশাদ অর্ণবের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

দুদক সূত্রে জানা যায়, সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে সড়ক ও মহাসড়কের হাজার হাজার গাছ বিক্রি এবং বিভিন্ন প্রকল্পের কোটি কোটি লোপাট করেন। সে সময়ে তিনি নিয়োগ বাণিজ্য, জমি ইজারা ও দোকান বরাদ্দের টাকা আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা জজ) নাজমুল আলম গতকাল রবিবার (১৫ই জুন) এই আদেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক আইনজীবী আশরাফুল আলম বিপ্লব।

দুদক যশোর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক এবং অনুসন্ধানকারী কর্মকর্তা জালাল উদ্দিন বলেছেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে আসামি সাইফুজ্জামান পিকুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে।

তিনি জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাইফুজ্জামান পিকুল সহ তার স্ত্রী ও সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে তিনি গত ২৯ মে আদালতে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন।

প্রধান অভিযুক্ত সাইফুজ্জামান পিকুল শেখ হাসিনার সরকার পতনের পরপরই ভারতে পালিয়ে যান বলে জনশ্রুতি রয়েছে। তার স্ত্রী শেফালী জামান ও ছোট ছেলে তানভীর নওশাদ অর্ণব কোথায় আছেন তা কেউ বলতে পারেন না। তবে, তাদের দীর্ঘদিন যশোরে দেখা যাচ্ছে না।

সাইফুজ্জামান পিকুলের বড় ছেলে তানজীব নওশাদ পল্লব সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের যশোর জেলা সাধারণ সম্পাদক। গত বছরের ২৩ আগস্ট তিনি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন। পরে জামিনে বের হয়ে আবাও ভারতে পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102