মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

ঈদুল আজহার টানা দশ দিন ছুটি শেষে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরের কার্যক্রম রোববার সকাল থেকে পুরোপুরি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার।

তবে টানা দশ দিন ছুটিতে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি বলেন,  ঈদে টানা ১০ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্ট যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

যাত্রীদের কোন দুর্ভোগ পোহাতে না হয় সেই জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল বলে জানান।

ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এই সময়ে যাত্রীদের চাপ ছিল খুই কম।

 

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ঈদের ছুটিতে টানা দশ দিন বেনাপোল স্হলবন্দরের সব কাজকর্ম বন্ধ ছিল। অনেক ব্যবসায়ী এখনও এসে পৌঁছায়নি।

কাস্টমস হাউজে কাজকর্ম কম থাকলেও কাস্টমস কর্মকর্তারা সকলেই কর্মস্থলে যোগ দিয়েছেন

টানা দশ ছুটি শেষে বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। প্রথম দিনে কাস্টম হাউসে ব্যবসায়ীদের উপস্থিতি কম থাকায় কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত সময় কাটিয়েছেন একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করে।

মামুন কবির বলেন, ঈদুল আজহা উপলক্ষে ৫ই জুন থেকে ১৪ই জুন পর্যন্ত টানা সরকারি ছুটি থাকার কারণে এই সময় বেনাপোল স্থল বন্দরে  দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য সহ বন্দরের সকল ধরনের কার্যক্রম বন্ধ ছিল।

ছুটি শেষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য আবার শুরু হয়েছে। পুরোদমে চলছে বেনাপোল স্থলবন্দরে পণ্য উঠানামা ও খালাসের কার্যক্রম স্বাভাবিক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102