গাজীপুরের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৫ জুন) সকালে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হ্যাভেন ওই এলাকার হুমায়ূন কবিরের ছেলে। পরিবার জানায়, জমি-জমা নিয়ে পূর্ববিরোধের জেরে শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অভিযোগ তোলে এবং মারধর করে। একপর্যায়ে ভোররাতে তার মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মরদেহের সারা শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।