মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

ভারতে পালানোর সময় পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া নাজিম উদ্দিন সোহেলকে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম।

পুলিশ জানায়, ১৩ জুন বিকেলে ভারতে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে সদর থানায় আনা হয়।

পিরোজপুরের স্থানীয় বাসিন্দারা জানান, গ্রেপ্তার মো. নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি পিরোজপুর পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ছাড়াও তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত জিএস ছিলেন। তিনি পৌরসভা নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, নাজিমউদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, নাজিমউদ্দিন সোহেলের নামে বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102