মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি পেলেন হান্নান মাসউদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫

হাতিয়ায় উন্নয়নের অভাব ও অবহেলার বিরুদ্ধে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

শনিবার (১৪ জুন) হাতিয়া দ্বীপ সরকারি কলেজে ভূমিহীন পরিবারের আয়োজনে এক আলোচনা সভায় তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও এই দ্বীপ উন্নয়ন থেকে বঞ্চিত। গত ১৭ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ফেরি ব্যবস্থা চালু কিংবা ভূমিহীনদের ভূমি প্রদান নিয়ে কথা বললেই কিছু স্বার্থান্বেষী মহল বিরূপ প্রতিক্রিয়া দেখায়। নদীভাঙন রোধে নিজ উদ্যোগে সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন এবং আয়োজকরা হান্নান মাসউদকে ‘ভূমিহীনদের বন্ধু’ উপাধি দেন। তিনি সকলকে হাতিয়ার উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102