বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

আমতলীতে সাংবাদিক ক্লাব এর প্রকাশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

আমতলী প্রতিনিধি ঃ

 

 অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে আমরা, সাংবাদিক ক্লাব’ এ শ্লোগানকে

সামনে রেখে বরগুনার আমতলীতে এক ঝাক প্রবীণ ও তরুণ মেধাবীদের সমন্বয়ে মোঃ

দেওয়ান মস্তফা কবির কে আহবায়ক ও মোঃ সাঈদ খোকন কে সদস্য সচিব করে

সাংবাদিক

ক্লাব’ এর আত্মপ্রকাশ। আমতলী সরকারি কলেজ রোডের অস্থায়ী কার্যালয়ে ‘সাংবাদিক

ক্লাব’ নামে এ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায়-

 

   ১, মোঃ দেওয়ান মস্তফা কবির- আহবায়ক

   ২,মোঃ তোফাজ্জেল হোসেন তপু- যুগ্ম আহবায়ক

   ৩,মোঃ নিয়াজ মোর্শেদ ইমন- যুগ্ম আহবায়ক

   ৪,শাহ্ মুহাম্মদ সুমন রশিদ- যুগ্ম আহবায়ক

   ৫,মোঃ আবু সাঈদ খোকন- সদস্য সচিব

   ৬,মোঃ সজিব মিয়া- যুগ্ম সদস্য সচিব

   ৭, মোঃ আবু সালেহ- সদস্য অর্থ

   ৮, এ্যাডভোকেট রেজাউল করিম রেজা- সদস্য

   ৯, এ্যাডভোকেট মনিরুল ইসলাম- সদস্য

   ১০, মোঃ মহিউদ্দিন নান্নু- সদস্য

   ১১,মোঃ আসাদুজ্জামান (জামাল)- সদস্য

   ১২, মোঃ মামুনুর রশীদ রাতুল- সদস্য

   ১৩,মোঃ মিজানুর রহমান- সদস্য

   ১৪, মোঃ আবদুর রহমান- সদস্য

   ১৫,মোঃ নাঈম বিল্লাহ- সদস্য

 

আহবায়ক মোঃ দেওয়ান মস্তফা কবির বলেন- আজকের সভায় ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক

কমিটি ঘোষণা করা হয়েছে এবং আগামী ০৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102