সেনাবাহিনী জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামি লোকাল বেতনা এক্সপ্রেসে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী যেমন সাবান, স্যাম্পু, ফেসওয়াশ, তেল, বিস্কুট, কম্বল সহ নানা সামগ্রী আসছে-এমন ধরনের গোপন খবর পেয়ে যশোর শহরতলী পুলেরহাট সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে তিন জন চোরাকারবারীকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আনা এইসব পণ্য জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের সহ জব্দকৃত মালামাল যশোর কোতয়ালী মডেল থানায় হসান্তর করা করা হয়েছে।
যশোর কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।