শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন সহ্য করে না : এটিএম আজহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যারা ভারতের তোষামোদি করবে তাদের দ্বারা দেশের উন্নয়ন কখনো সম্ভব হবে না। কারণ ভারত কখনো বাংলাদেশের উন্নয়নকে সহ্য করে না। দেশের জন্য, ইসলামের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার কারণে বারবার আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে এসেছে। কিন্তু আল্লাহর সহায়তা, জনগণের ভালোবাসা ও দোয়া আমাদের দৃঢ় রেখেছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সা‌ড়ে ১০টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী ও কারামুক্তি উপলক্ষে অনুষ্ঠিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম ব‌লেন, স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আম‌া‌কে বিনাদোষে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকলের ভালোবাসায় মুক্তি পেয়েছি। মিথ্যা প্রমাণিত হয়েছে আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ।

তি‌নি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার এতদিন জনগণকে সাংবিধানিক অধিকার থেকে ব‌ঞ্চিত ক‌রে রে‌খে‌ছি‌ল। দ্রুত সে অধিকার ফিরিয়ে দিতে হবে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে আজহারুল ইসলাম বলেন, সবাইকে শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে হ‌বে। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই, যতটুকু ছিল মৃত্যুকে জেনেই সবটুকু পরিবারকে দিয়ে দিয়েছি। আপনাদের জন্য কাজ করে যেতে চাই। শুধু জামায়াতে ইসলামী নয়, সকল ধর্মবর্ণ ও দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে সমান। মহান আল্লাহ আমাকে নতুন করে জীবন দিয়েছেন। আপনাদের খেদমত করে যেতে চাই।

তারাগঞ্জ উপ‌জেলা জামায়া‌তের আমির এস. এম. আলমগীর হো‌সেনের সভাপ‌তি‌ত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মমতাজ উদ্দিন আহমেদ, আব্দুল হালিম, রংপুর জেলা জামায়া‌তের আমির অধ‌্যাপক গোলাম রব্বানী, সে‌ক্রেটারি মাওলানা এনামুল হক, এটিএম আযম খান, মজ‌লি‌শে শূরা সদস‌্য, নীলফামারী জেলা জামায়াত আমির মাওলানা আব্দুর সাত্তার, তারাগঞ্জ উপজেলা জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দসহ যুব বিভাগ, ছাত্রশি‌বির ও শ্রমিক কল‌্যাণ ফেডা‌রেশনের নেতারা।

এর আগে ১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন সদ্য কারামুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বর্তমান নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

আজ সকালে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে আসেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এয়ারপোর্টের বাহিরে দলীয় নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

সাংবাদিকদের এক প্রশ্নে এটিএম আজহারুল ইসলাম বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ এনে কথিত অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে সাজিয়ে আমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল। কিন্তু সত্যের জয় হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগে পালিয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর এত অত্যাচার জুলুম করার পরেও আমরা কেউ পালিয়ে যাইনি। আমরা কখনো পালাবো না, এই দেশে জন্মেছি এই দেশেই থাকবো।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102