বিশেষ অতিথি ছিলেন – খুলনা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সোলাইমান হোসেন রাহাত এবং রামপালে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতা মোঃ তায়েব নূর।
এই টুর্নামেন্টে শুরুতে ৪টি দল অংশগ্রহণ করেছিলেন।
আশিক একাদশ এবং ইমরান একাদশ ফাইনালে ম্যাচের জন্য নির্বাচিত হন।সিমিত ১০ ওভারের ম্যাচে আশিক একাদশ ৪০ রানের ব্যবধানে ইমরান একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।
রামপাল উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রার্নারচাপ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল ম্যাচে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার যুগ্ন সদস্য সচিব মোঃ জিহাদুল ইসলাম, রামপাল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য ইকরামুল সরদার,দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার সদস্য আশিক ফারাজী,দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার সংগঠক মাসুম বিল্লাহ, আরাফাত হাসান অপু সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।