মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শার্শার বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ৪ আসামী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
যশোরের শার্শায়  লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ এজাহারভুক্ত দুই আসামীসহ মোট চার জনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ই জুন) রাত ১২ টার সময় তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ আটক কৃতরা হলো উপজেলার দূর্গাপুর গ্রামের মৃতঃ কাশেম আলীর ছেলে আজগার আলী(৩২) ও শমসের আলী(৪৫)।এছাড়াও তদন্তে সন্দিগ্ধতা এজাহারভুক্ত মৃতঃ মুনসুর আলীর ছেলে সামসুল হক(৫২) ও আব্দুল হক মিয়া(৫৫)।

গত মঙ্গলবার (১০ই জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামেএ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে।

পুলিশ জানায়,গত মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার লক্ষনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে কুপিয়ে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।পরে ওইদিন রাতেই নিহত লিটনের পিতা আজগার আলী বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।পরে আসমী আটকে পুলিশ অভিযান চালিয়ে মামলা দায়েরের পর  কয়েক ঘন্টার মধ্যে ৪ জনকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান,আটক আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ১০জুন রাতে নিহত লিটন একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলো, এসময় ওই এলাকার সেলিম ও রমজান সঙ্গীয় সন্ত্রাসী সাথে নিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে লিটনকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ বলে ঘোষণা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102