মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারী চালিত টমটম ও মিশুক বন্ধের দাবীতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
আজ রবিবার ( ৮ নভেম্বর) দুপুরে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ব্যাটারী চালিত টমটম ও মিশুক বন্ধের দাবীতে নগরীর পৌর পয়েন্টে মানববন্ধন অনুষ্টিত হয়। জগন্নাথপুর মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল হক নিজামের সভাপতিত্বে- ও সেক্রেটারী শফিকুল ইসলাম খেজর এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ঐক্য পরিষদের সহ-সভাপতি আলীরাজ, মাইক্রো শাখার সভাপতি আলফু মিয়া, মিনিবাস শাখার সভাপতি রাব্বানী মিয়া, মিনিবাস শাখার সাধারণ সম্পাদক রেজোয়ান আহমেদ রেজা, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, ঐক্য পরিষদের সহ-সভাপতি আজাদ ভুইয়া,ঐক্য পরিষদ সহ-সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, জাহাঙ্গীর মিয়া, ঐক্য পরিষদ সদস্য মোসাইদ আলী, ঐক্য পরিষদের সহ-সভাপতি সেবুল মিয়া, মিলন মিয়া, লাল মিয়া, লাল আহমদ প্রমূখ। মানববন্ধনে বক্তারা জগন্নাথপুরে ব্যাটারী চালিত টমটম ও মিশুক অপসারণের জন্য দাবী জানান ।
বক্তারা আরো বলেন- ফিটনেস বিহীন ব্যাটারী চালিত টমটম ও মিশুক পৌর শহরের যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে উল্যেখ করে বক্তারা এসব যানবাহন বন্ধের দাবী জানান।
এসময় রুবেল, আলাউদ্দিন, ইকবাল, জালাল, শানুর, ছইল উদ্দিন, মিঠু, উজ্জ্বল সহ উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের পরিবহন মালিক ও শ্রমিক বৃন্দ উপস্থিত ছিলেন।