শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস আনবে : রিজভী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

লন্ডন বৈঠক দেশের রাজনীতিতে সুবাতাস আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (১১ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‌‘গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠকটি হবে একটি ঐতিহাসিক মাইলফলক। এই বৈঠকের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।’

জানা গেছে, আগামী শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে একান্ত বৈঠকে বসছেন ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান। দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে চলমান রাজনৈতিক সংকটের সমাধান নিয়ে ফলপ্রসূ আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

রিজভী আরও বলেন, ‘ইতোমধ্যে বিএনপি আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তুলে ধরেছে। আমরা বিশ্বাস করি, যৌক্তিক সময়েই নির্বাচন হবে এবং আলোচনার মাধ্যমে নির্বাচনসহ সব সমস্যা সমাধান সম্ভব।’

আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবেশী দেশ ভারতের মধ্যে বাংলাদেশবিরোধী মনোভাব প্রকটভাবে দেখা যাচ্ছে। শেখ হাসিনার সরকারের পতনের পর তারা আগ্রাসী আচরণ করছে। সীমান্তে পুশইনের ঘটনা বাড়ছে। আমরা জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ কি তাদের বর্জ্য ফেলার স্থান?’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘দেশের নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানো হলে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধও গড়ে তুলবে এদেশের জনগণ। ভারতকে মনে রাখতে হবে, নিপীড়ন করে কেউ দীর্ঘকাল টিকে থাকতে পারেনি, শেখ হাসিনাও পারেননি।’

করোনাভাইরাসের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, ‘ভারতে ৭ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও আক্রান্তের খবর মিলেছে, ইতিমধ্যে একজন মারা গেছেন। সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102