মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বাগেরহাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

বাগেরহাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে যাত্রীবাহী পরিবহন বলেশ্বরকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এ সময়ে বিআরটিএর ইন্সপেক্টর ওমর ফারুকসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল বলেন, ঈদুল আযহাকে কেন্দ্র করে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনের এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়ে অভিযানের উপস্থিতি টের পেয়ে বাস কাউন্টারের লোকজন পালিয়ে গেল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বলেশ্বর পরিবহনের কাউন্টারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি বলেন, আমাদের প্রশাসন সর্বদা যাত্রীদের ভোগান্তী লাঘবে সব সময় কাজ করে যাচ্ছে।

বাগেরহাটে রায়হান পাইক নামে যাত্রী বলেন, আমি ৬৫০ টাকায় টিকিট কেটে ঢাকায় যেতাম। কিন্তু ঈদ উপলক্ষে সেই ৬৫০ টাকার টিকিট এখন ১ হাজার টাকা করা হয়েছে। যেটা আমাদের মত গরিব অসহায়দের জন্য খুবই কষ্টদায়ক।

এদিকে, বাগেরহাট বাস টার্মিনাল এলাকার একাধিক বলেন, ঈদকে কেন্দ্র করে বাগেরহাট এলাকার প্রায় সকল পরিবহনের বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে বাগেরহাট টু চট্টগ্রাম এর ১১০০ টাকা টিকিট বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়। এমন পরিস্থিতিতে তীব্র ক্ষোভ বিরাজ করছে সাধারন যাত্রীদের মাঝে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102