শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা।বুধবার (১১ জুন) ভার প্লেটের মাঠে বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া ম‍্যাচে লুইস দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল কলম্বিয়া। প্রথম দেখায় ২-১ গোলে জেতা দলটি জাগিয়েছিল আরেকটি জয়ের আশা। এনসো ফের্নান্দেসের লাল কার্ডে সেটা উজ্জ্বল হয়েছিল আরও। কিন্তু শেষ দিকে আলমাদার গোলে ড্র করতে পারল লিওনেল স্কালোনির দল।

ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারত কলম্বিয়া। হামিন্তন কাম্পাসের ক্রসে হুয়ান লুকুমির হেড বেরিয়ে যায় বার ঘেঁষে! আট মিনিট পর পাল্টা আক্রমণ থেকে এমিলিয়ানো মার্তিনেস বরাবর শট নিয়ে দারুণ সুযোগ নষ্ট করেন দিয়াস।

ষোড়শ মিনিটে হামেস রদ্রিগেসের রক্ষণচেরা পাসে বিপজ্জনক জায়গায় বল পান দাভিয়ের মাচাদো। কিন্তু কাছ থেকেও বুলেট গতির শট লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

২২তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে আলভারেসের গতিময় শট ঝাঁপিয়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক কেভিন মিয়ের।

দুই মিনিট পর চমৎকার প্রতি আক্রমণে কলম্বিয়াকে এগিয়ে নেন দিয়াস। কেভিন কাস্তানোর কাছ থেকে মাঝমাঠে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে বেরিয়ে গিয়ে জাল খুঁজে নেন লিভারপুল ফরোয়ার্ড।

২৮তম মিনিটে থিয়াগো আলমাদার দুর্দান্ত স্লাইডে আরও পিছিয়ে যাওয়া থেকে বেঁচে যায় আর্জেন্টিনা। আরেকটু হলে গোলরক্ষককে একা পেয়ে যেতেন রদ্রিগেস।

দুই মিনিট পর জালে বল পাঠায় আর্জেন্টিনা। কিন্তু ফের্নান্দেস অফসাইডে থাকায় মেলেনি গোল।

যোগ করা সময়ে মেসির ফ্রি কিকে পা ছোঁয়াতে পারেননি আর্জেন্টিনার কেউ। পিছিয়ে থেকে বিরতিতে যায় বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

একই তালে শুরু হওয়া দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা বল দখলে রেখে আক্রমণ করতে থাকে। তবে তাদের চেয়ে কলম্বিয়ার প্রতি আক্রমণ বেশি ভীতি ছড়ায়।

৬০তম মিনিটে রিচার্ড রিওসের শট ঝাঁপিয়ে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি আর্জেন্টিনা গোলরক্ষক মার্তিনেস। ছুটে গিয়ে আন্দ্রেস রামোনের শট ফিরিয়ে ব‍্যবধান বাড়তে দেননি তিনি।

তিন মিনিট পর নিকোলাস গনসালেসের শট ঝাপিয়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। ফিরতি বলে ফের শট না নিয়ে কাট ব‍্যাক করেন গানসালেস। সুযোগ কাজে লাগাতে পারেননি ফের্নান্দেস। খুব কাছ থেকে ক্রসবারের উপর দিয়ে মারেন চেলসি মিডফিল্ডার।

৬৮তম মিনিটে মেসির ফ্রি কিক ঠিক মতো ফেরাতে পারেননি মিয়ের। আলগা বলে গনসালেসের গতিময় শট ব‍্যর্থ হয় পোস্টে লেগে।

তিন মিনিট পর বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কেভিন কাস্তানো হেড করতে গেলে পা উঁচু করে শট করে বসেন ফের্নান্দেস। তার বুট গিয়ে লাগে কাস্তানোর মাথায়। আর্জেন্টাইন মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি। চোট পাওয়া কাস্তানোর জায়গায় নামেন হুয়ান আরিয়াস।

১০ জন নিয়ে কলম্বিয়ার রক্ষণে প্রবল চাপ তৈরি করে আর্জেন্টিনা। একের পর এক চেষ্টার ফল মিলে ৮০তম মিনিটে। ডি বক্সের বাইরে বল পেয়ে পায়ের কারিকুরিতে ভেতরে ঢুকে আড়াআড়ি শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন আলমাদা।

৮৬তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করেন রিওস। দিয়াসের ক্রসে খুব কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি তিনি।

বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

১৬ ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্জেন্টিনা। ২২ পয়েন্ট নিয়ে ছয়ে কলম্বিয়া।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102