মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

কৃষিবিদ শামীমুর রহমানের সাথে চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম এর সাথে চুলকাটি প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দের ঈদ পরবর্তী পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন।

এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকারের মাধ্যমে দেশের অস্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিগত দিনে স্বৈরাচার সরকার দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থায় দুর্নীতি অনিয়ম সৃষ্টি করেছে। সরকার পতনের পর অন্তবর্তীকালীন সরকার এসে দেশ পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি, অনিয়ম দুর্নীতিতে অস্থির হয়ে পড়েছে। তাই এই মুহূর্তে দেশের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে নির্বাচন খুবই জরুরী। নির্বাচিত সরকার যেভাবে দেশ নিয়ন্ত্রণ করতে সক্ষম, একটি অনির্বাচিত সরকারের পক্ষে সেভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই আমাদের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। এপ্রিল নয়, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রত্যাশা করি।

মত বিনিময় শেষে তিনি প্রেসক্লাবের উন্নয়নকল্পে নগদ ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির, রাখালগাছি ইউনিয়ন বিএনপি নেতা হাসান আল মামুন বাপ্পি, মামুনুর শাহিন রুবেল, খুলনা সদর স্বেচ্ছাসেবক দলনেতা আল হেলাল বাবু, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাবেক সভাপতি শেখ মিজানুর রহমান মিঠু, অমিত কর বিলাস, রুম্মান মাহামুদ শৈশব, জাকারিয়া শাওন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102