এইচ.এম.আল-আমিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে খেলতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে ওমর হোসাইন দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামের ইসলাম বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর একই বাড়ির ফল ব্যবসায়ী মিজানুর রহমানের ছেলে।
পরিবার সূত্র জানায়, খেলনা গাড়ি নিয়ে ওমর উঠানে খেলছিল। এসময় সবার অগোচরে সে পানিতে পড়ে ডুবে যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গেছি। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।