নেত্রকোনা প্রতিনিধি:বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় আটপাড়ায় ৪৯ তম সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুমিন মিয়া ।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, প্যানেল চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহজাহান কবীর, আটপাড়া থানা পুলিশের এসআই হারুনুর রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান নিজাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের সহকারী প্রকৌশলী সালিমুল আলম, উপজেলার সাংবাদিক ফোরামের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রাশেদুল হাবিব ভূঁইয়া ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া আশিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা নির্মল সহ উপজেলা সমবায় দপ্তর এর কর্মচারীবৃন্দ, বিভিন্ন সমিতির সমবায়ীবৃন্দ প্রমুখ । সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সমবায়ী সাবেক তুখোড় ছাত্রনেতা বাবু কঙ্কন চৌধুরী।