রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ ই জুন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন এর শরাফপুর এলাকার তরফদার ইউসুফ এর মৎস ঘেরের বেড়ি বাঁধের উপর থেকে ধাওয়া করে ।
রামপাল বাইনতলা ইউনিয়ন এর দুর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা শেখ আব্দুল আজিজ এর পুত্র শেখ মোঃ গোলাম রসুল (৩৭) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন পূর্ণবর্তী গ্রামের স্থায়ী বাসিন্দা অয়েজ কুরুনী শেখ এর পুত্র মোঃ হাবিবুল্লাহ শেখ (২২) কে একটি গরুসহ আটক করে রামপাল থানা পুলিশ এ সময় তাদের কাছে থাকা একটি চোরাইগরু উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ আতিকুর রহমান আতিক জানান বাগেরহাট জেলা পুলিশ সুপার জনাব তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনাক্রমে রামপাল থানাধীন প্রত্যেকটি এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে একটি গরুর সহ ২ চোরকে আটক করা হয়।
এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।