শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন

ঘরের মাঠে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

হামজা চৌধুরীর দৃষ্টিনন্দন হেড এবং সোহেল রানার রকেট গতির শটে ভুটানকে ২-০ গোলে পরাজিত করে দাপুটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। 

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সফরকারী ভুটান বাংলাদেশের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্বাগতিকরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ফরোয়ার্ড হামজা চৌধুরী। অধিনায়ক জামাল ভূঁইয়ার নেওয়া দুর্দান্ত এক কর্নার কিক থেকে বক্সের ভেতর বল ভাসিয়ে দেন তিনি।

অসাধারণ ক্ষিপ্রতায় লাফিয়ে উঠে হেডের মাধ্যমে বল জালে জড়ান হামজা। তার নিখুঁত সেই হেডে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ, যা দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

প্রথমার্ধের শেষে দ্বিতীয়ার্ধে সোহেল রানা আরও একটি গোল করে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন। তার নেওয়া বুলেট গতির শট ভুটানের গোলরক্ষককে পরাস্ত করে জালে আশ্রয় নেয়।

এই গোলের পর ভুটানের পক্ষে ম্যাচে ফেরা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ তাদের আক্রমণের ধারা বজায় রাখে এবং ভুটানকে কোনো সুযোগ দেয়নি। যদিও আরও কিছু গোলের সুযোগ তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

এর আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই বহু প্রতীক্ষিত লড়াই। ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল।

তবে শেষ পর্যন্ত সব সংশয় দূর করে হামজা দেওয়ান চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম- দুজনকেই মূল একাদশে রেখেছেন কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও হামজা আজ নিজেদের মাঠে সুপারস্টারের মতোই আবির্ভূত হলেন।

এদিকে, ভারত ম্যাচের সময় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল। সে সময় কোচ তাকে সৌদি আরব থেকে সরাসরি ঢাকায় না এনে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়।

তবে জুন উইন্ডোতে কাবরেরা আবারও ফাহমিদুলকে দলে ডেকেছেন এবং আজকের ম্যাচে তাকে একাদশেও রেখেছেন।

অপরদিকে, আগামী ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102