পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আলহাজ্ব শাবান মাহমুদ ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দের আগমনে গলাচিপা প্রেসক্লাবে শুক্রবার সন্ধ্যায় ৭টায় এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।
সভায় গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়-এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। এ সময় সভাপতি বলেন, নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ। সরকারের এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ও শাবান মাহমুদ ভাইকে অভিনন্দন।
তিনি আরও বলেন, শনিবার বেলা ১২টায় গলাচিপা আসায় আমরা সকলে শাবান মাহমুদ ও কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাব। এ সময়ে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জাকির হোসাইন, সাইমুর রহমান এলিট, সাজ্জাদ আহমেদ মাসুদ, রফিকুল ইসলাম রুবেল, মো. রুসেল মিয়া, মো. মাহবুব হাসান, মুনতাসীর মামুন, মো. নাসিরউদ্দিন, মো. রিয়াদ হোসেন, মো. সাকিব হাসান, সঞ্জিব দাস, সঞ্জীব কুমার সাহা প্রমুখ।
এসসবিডি/এস আল-আমিন খাঁন/ পটুয়াখালী থেকেঃ