সংবাদদাতা বাউফলঃ পটুয়াখালী বাউফল আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর বাজারে রাস্তায় বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রেখে কাজ করায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসীর এমনই অভিযোগ, সাবেক ছাত্র নেতা মোঃ সাইদুল এবং মিজান চাকলাদার এই দুই ভাইয়ের বিরুদ্ধে ।
রাস্তায় যানজট-দুর্ঘটনাসহ নানা সমস্যায় পড়তে হয় তাদের। দিনের পর দিন বাজার জুড়ে এই অবস্থা চলতে থাকলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। বাউফল উপজেলায় বগা তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃমহিবুল্লা বলছেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় রাস্তায় গাড়ি সহ সাধারণ মানুষের চলাচলের সমস্যা,এলাকার মানুষের চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী (৫ই নভেম্বর) ৪ঘন্টা সময়ের মধ্যে অপসারণ করতে হবে,অভিযুক্তরা অপসারণ না করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
ঘটনাসুত্রেঃবাউফল উপজেলায় আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর বাজারে আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে পাকা ভবন নির্মাণ করে এবং রাস্তায় উপর বহুতল ভবনের নির্মাণ সামগ্রী রাখায়, চলাচলে দুর্ভোগে পড়ছেন এলাকাবাসী। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বাজারের বেশির ভাগ রাস্তায় যত্রতত্র ইট-পাথর-বালু ফেলে রাখছেন ভবন মালিকরা। এতে রাস্তায় বাড়ছে যানজট। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও দূর্ভোগ নিরসনে নেই কোনো উদ্যোগ। ট্রাফিক পুলিশের কর্মকর্তারাও বলছেন, রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় তাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে।
বাউফল উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘এমনিতেই যানবাহনের তুলনায় রাস্তা অপ্রতুল তারমধ্যে আবার প্রায়ই দেখা যায় নির্মাণসামগ্রী এবং দোকানপাটের মালামাল রাস্তায় পড়ে থাকে। এমনটা হলে অবশ্যই যান চলাচলে বিঘ্ন ঘটে।’ অবশ্য বিষয়টি দেখবো দরকার হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে প্রশাসন যাবে,
কাশিপুর বাজারের স্থানীয় লোকজন জানায়, রাস্তায় চলাচলের উপযোগী রাখতে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী অপসারণে জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ নেয়া হউক।
এব্যাপারে অভিযুক্ত সাইদুল চাকলাদার কাউকে তোয়াক্কা করে না,তিনি বলেন আমরা কিছু দিনের মধ্যে কাজ করবোঐ সময়ে কাজে লাগিয়ে দেবো বতমানে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় রাস্তায় গাড়ি সহ সাধারণ মানুষের চলাচলের সমস্যা তিনি বলেন আমরা এখন কোথাও সরিয়ে নিতে পারব না, স্থানীয় ইউপি সদস্য বলেন সাইদুল চাকলাদার কারো কথা শুনেন না,