দেশজুড়ে বিতর্ক ও প্রতিবাদের পর গাজীপুরের কাপাসিয়ার শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সোমবার (২ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, বিষয়টি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার তাকে নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যেই তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম না বদলানোর নির্দেশনা দিয়েছে, যা এখন প্রক্রিয়াধীন।
এর আগে গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়, যার মধ্যে ছিল শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজও। নতুন নাম নির্ধারণ করা হয়েছিল ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেন তাজউদ্দীনের ছেলে ও সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজসহ দেশব্যাপী বহু নাগরিক। ফারুকীর স্ট্যাটাসে উঠে আসে কঠিন ভাষায় সমালোচনা, যেখানে তিনি বলেন—
“মুক্তিযুদ্ধের চাদরে ঢাকা যাবে না গুম, ব্যাংক লুট, ভোট গুম বা সরকারি খুন।”
এই সিদ্ধান্ত প্রত্যাহারে মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রতি জাতিগত শ্রদ্ধাবোধের জয় হয়েছে বলে মনে করছেন অনেকে।