সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বাগেরহাটে যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাগেরহাট জেলা যুবদল।

রবিবার (০১জুন) বিকেল
শহরের স্বাধীনতা উদ্যানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বায়ক এম এ সালাম।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব
মোঃ মোজাফ্ফর রহমান আলম।

এসময় অন্যন্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, এ্যাডভোকেট মনিরুল হক ফারাজী, ইঞ্জিনিয়ার মাসুদ রানা,জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ হারুন আল রশীদ, জেলা শ্রমিকদলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, কৃষক দলের
সভাপতি সৈয়দ আসাফু দৌলা জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুল, সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল, পৌর বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমূখ।

আলোচনা পর্বে বক্তারা শহীদ রাষ্ট্রপতির বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ
করেন। তাঁরা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, একজন সাহসী
মুক্তিযোদ্ধা ও দূরদর্শী রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তিক রাজনীতি করেন।

আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের অধিকার
রক্ষায় বিএনপির সংগ্রামের সফলতার জন্য দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102