সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

বাগেরহাটে দিনমজুরের বাড়িতে হামলা ভাঙচুরও লুটপাট

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

বাগেরহাটের সদরের যাত্রাপুর ইউনিয়নের অন্তর্গত চাপাতলা নামক স্থানে দিনমজুরের বাড়িতে হামলা ভাঙচুরও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত ২৮ মে বিকেলে কয়েকজন হামলাকারী আকস্মিকভাবে দিনমজুর মাহি শেখের পরিবারের উপর  পূর্ব শত্রুতার জের ধরে হামলা করে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ঘরে থাকা আসবাবপত্র  এলোমেলোভাবে ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে।

ভুক্তভোগী মাহি শেখের কন্যা ঝর্ণা আক্তার জানান, গত ২৮শে মে বিকাল তিনটার সময় আনিছ মল্লিকের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী দল বাড়ির মূল ফটক ভেঙ্গে ভিতরে  প্রেবেশ করে বসত ঘড়ের  দরজা ভেঙ্গে লুট করে। এসময় বাধা দিতে আসলে হামলাকারীদের আঘাতে আহত হন দিনমজুর মাহি শেখের মেয়ে কলেজ পড়ুয়া ঝর্না আক্তার ও ভাতিজি ফারিয়া আক্তার। ছিনিয়ে নিয়ে যায় ভুক্তভোগীর গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ক্ষত চিহ্ন লক্ষ করা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানান, হামলাকারীরা খুবই ভয়ংকর ও দাঙ্গাবাজ তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।

হামলার বিষয়ে অভিযুক্ত লিলি বেগমের কাছে জানতে চাইলে তিনি বাড়িতে ঢুকে জমি দখলের বিষয়টি শিকার করলেও ভাংচুর লুটের বিষয়টি অশিকার করেন।

অভিযুক্ত ১নং আসামী আনিছ মল্লিক বিগত স্বৈরাচার আওমীলীগ সরকারে সক্রিয় কর্মী ছিলেন। খোজ নিয়ে জানা যায় মাহি শেখ দীর্ঘ ২০ বছর যাবৎ এই বাড়িতে তার পরিবার নিয়ে বসবাস করে আসছে। দিনমজুরের কাজ করে সংসার চলে মাহি শেখের পরিবারের।

ঘটনার বিষয়ে মাহি শেখ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার পরে ও দুই দফায় হামলা করে দুর্বৃত্তরা। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহমুদ-উল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102