চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি মেরে আলোচনায় আসা বহিষ্কৃত জামায়াত কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুর আড়াইটায় নগরীর লালদিঘীর পাড় এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওসি আব্দুল করিম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়ার সাবেক কাউন্সিলর নেচার উদ্দিন আহমেদের ছেলে এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী। জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা তাকে দল থেকে বহিষ্কার করেছে। যদিও বিবৃতিতে লাথি মারার ঘটনাটি সরাসরি উল্লেখ না করে এটিকে ‘ঘৃণ্য ও অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করা হয়।
গত ২৫ মে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় আকাশ চৌধুরীসহ জামায়াত-শিবির কর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠে, যেখানে অন্তত ১২ জন আহত হন। দলটি ওই ঘটনার দায় অস্বীকার করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগতভাবে দায়ী করে।