সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া গ্রামে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহব্বত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

 

রোববার (১ জুন) সকাল ৮টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। নিহত মহব্বত আলী মৃত হবিবার রহমানের ছেলে।

আহত চারজন হলেন—রিফাজুল ইসলাম (৪০), মিকাইল হোসেন, রেজাউল ইসলাম (৪৩) ও ইউনুছ আলী (৬০)। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মহব্বত আলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, জামাল ইউনিয়নের নজরুল ইসলাম মোল্লা ও আরিফ হোসেন নামের দুই বিএনপি নেতার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নজরুল আগে আওয়ামী লীগে থাকলেও ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দেন এবং এলাকায় সামাজিক দল প্রতিষ্ঠার চেষ্টা করেন। এ নিয়ে উত্তেজনার মধ্যে নজরুলের অনুসারীরা প্রতিপক্ষের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ হয়।

বিএনপির সাবেক সভাপতি মাহাফুজুর রহমান বলেন, নজরুল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মিলে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছেন। সাধারণ মানুষ বাধা দিলে সংঘর্ষ বাধে।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ ও সেনা টহল জোরদার করা হয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102