ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর আলোচনায় বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে বিএনপি-জামায়াতসহ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে।
তিনি বলেন, এসব দল নির্বাচনের পক্ষে, অথচ শুধুমাত্র বিএনপিকে ঘিরেই যে আলোচনা হচ্ছে, তা সন্দেহজনক।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশি বিনিয়োগ আসবে না। অন্তর্বর্তীকালীন সরকারের যত প্রস্তাবই আসুক, তা কার্যকর নয় যদি জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে আরেকটি ফ্যাসিবাদ জন্ম নিতে পারে। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার প্রতিষ্ঠার প্রয়োজন।
অনুষ্ঠানে জেলা বিএনপির নেতারা এবং জিয়া স্মৃতি পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সবাই নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের সরকার গঠনের আহ্বান জানান।