ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসছে। দলটি যশোরের ডহরমশিয়াহাটি গ্রামে মতুয়া সম্প্রদায়ের বাড়িঘরে হামলার পরিস্থিতি সরেজমিনে দেখতে আসবে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার। তারা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন।
বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানান, কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। হাইকমিশন জানিয়েছে, ভিসা পেতে কোনো সমস্যা হবে না। বাংলাদেশের সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা করেছে এবং ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপিও সহায়তা করতে চায়, তবে তা সরকার অনুমোদিত সংস্থার মাধ্যমে দিতে চায়।