গত ৭ মার্চ প্রলয়ংকরী এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল আর্জেন্টিনার শহর বাহিয়া ব্লাঙ্কা। সেই শহরবাসীর প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনা। ই্তোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করে ফেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ৬ জুন চিলির বিপক্ষে তাদের মাঠে এবং ১১ জুন কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচ খেলবে।
ম্যাচ দুটি সামনে রেখে ঘোষিত দলে তিন নতুন মুখ রেখেছেন লিওনেল স্কালোনি। তারা হলেন- বেলগারনোর ২১ বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রইলো, রিভার প্লেটের ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো এবং ইন্ডিপেনদিয়েন্তের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক কেভিন লোমোনাকো। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন নিকোলাস দমিনগেজ, আলেহান্দ্রো গারনাচো, ভ্যালেন্তিস কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।
চোটাঘাত না থাকায় দলে আছেন কিংবদন্তি লিওনেল মেসি। এছাড়া আগে স্কোয়াডে সুযোগ পেয়েও অভিষেক না হওয়া এনজো বারেনেচিয়াকেও ডেকেছেন স্কালোনি। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় স্কালোনি এখন তার দলের রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান। তাদের সামর্থ বাজিয়ে দেখতে চান। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে সবার ওপরে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ৩১। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে আছে চারে।
বাছাইপর্বের জন্য আর্জেন্টিনা দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।