নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা আটপাড়ায় বৃহস্পতিবার ফানসা ও ডিএসকের উদ্যোগে বানিয়াজান ইউনিয়নের , বিভিন্ন এলাকার কমিউনিটি চ্যাম্পিয়নদের কোভিড-১৯ রোধ এবং নিয়ন্ত্রণ প্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া উপজেলার ডিএসকের প্রধান কর্মকর্তা, তফাজ্জল হোসাইন এবং ডিএসকের সকল কর্মকর্তা বৃন্দ ও আরো অনেকে।
ডিএসকের প্রধান কর্মকর্তা বলেন, আসুন আমরা সবাই স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গরি,করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমলেও চলতি সপ্তাহে আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে । তাই আমাদের সকলের সচেতন হওয়া খুবই জরুরী, নিয়ম মেনে হাত ধোয়া, মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দুরত্ব বজায় রেখে চললে, আমরা করোনা মুক্ত থাকতে পারব।
এবং এক সূত্রে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়,এই সংস্থাটি কোভিড.১৯ প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ব্যাপক কর্মসূচী ভূমিকা রাখছে।
এএসবিডি/আরএইচএস